সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান (Shamim Osman)। সম্প্রতি পরিবারের সঙ্গে সেখানে সময় কাটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াতে দেখা যায়। আর এই দৃশ্য ঘিরে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
নারায়ণগঞ্জের আলোচিত এই রাজনীতিককে ঘিরে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, “হাসিনার লাঠিয়াল দেশের টাকা লুটে বিদেশে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে আনন্দ করছে। অথচ অবুঝ কর্মীরা দেশে এখনো চামচামি করে মার খায়, আর নেতা পরিবার নিয়ে বিদেশে চিল করছে। দেশে পাতি নেতারা ‘জয় বাংলা’ বলে চিৎকার করে বেড়ায়, আর এরা লজ্জাহীনভাবে বিলাসী জীবন যাপন করে।”
কিছু ব্যবহারকারীর ভাষায়, ছোট নেতাকর্মীরা দেশের ভেতরে নিরলসভাবে দলের জন্য কাজ করছে, পুলিশের লাঠি খাচ্ছে, রাজপথে লড়ছে—কিন্তু তাদের নেতা বিদেশে গিয়ে পিকনিক করছে। নিহাল হক নামে একজন লিখেছেন, “কর্মীদের ঘরে বাজার নাই! তারা কিছু টাকার জন্য রাস্তায় মিছিল করে। আর নেতারা বিদেশে বসে দুবাই মলে হারাম টাকায় জীবন উপভোগ করে! তারপরও কর্মীদের চোখ খুলে না।”
এর আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দুবাইয়ের সুপার মলে কেনাকাটা করতে দেখা যায় আওয়ামী সন্ত্রাসী হিসেবে পরিচিত শামীম ওসমানকে। পরপর একাধিক ভিডিও প্রকাশিত হওয়ায় তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠেছে আরও জোরালোভাবে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের কর্মীরা বিপদে পড়লেও তিনি বিদেশে নিশ্চিন্ত জীবন কাটাচ্ছেন—এ বিষয়টি নিয়ে ক্ষোভ দমছে না।
বিভিন্ন সূত্র জানিয়েছে, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে চলে যান শামীম ওসমান। প্রথমে তিনি ভারতে যান এবং সেখান থেকে পরে দুবাইয়ে অবস্থান নেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। একই সঙ্গে তাদের বিদেশ ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে।