গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। গলায় বাদাম আটকে প্রাণ হারিয়েছে নবম শ্রেণির ছাত্র জাহিদ হাসান (Jahid Hasan)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্লাস শেষে ছুটির সময় এই দুর্ঘটনা ঘটে।

মাত্র ১৪ বছর বয়সী জাহিদ হাসান ভারুয়া বাজার এলাকার এনায়েত উল্লাহর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন (Md. Al Amin)।

সহপাঠীরা জানান, স্কুল ছুটি হওয়ার পর জাহিদ বাদাম কিনে খেতে শুরু করে। খাওয়ার একপর্যায়ে হঠাৎই একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। তৎক্ষণাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসকরা পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন জানান, বাদামটি খোসাসহ তার গলায় আটকে গিয়েছিল। আশপাশের লোকজন চেষ্টা করেছিল তাকে বাঁচাতে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষপর্যন্ত জীবন বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। স্কুলে বাদাম খাওয়ার সময় অসাবধানতার কারণেই এভাবে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *