জামায়াত নেতার বিরুদ্ধে খবর প্রকাশের পর প্রকাশ্যে সাংবাদিককে হুমকি

ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এই ঘটনা ঘটে। হুমকি দেন স্থানীয় ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার নৈশ প্রহরী হাসান আলী, যিনি সুন্দরপুর-দুর্গাপূর ইউনিয়ন যুব জামায়াতের আমির বিল্লাল হোসেন (Billal Hossain)-এর ভাই।

ভুক্তভোগী সাংবাদিক মিশন আলী জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন যুব জামায়াতের আমির বিল্লাল হোসেন। এ নিয়ে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে পরদিন দুপুরে কালীগঞ্জ শহরে তার মোটরসাইকেলের গতিরোধ করে হাসান আলী প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ করেন মিশন আলী।

অন্যদিকে, দৈনিক কালের কণ্ঠ (Kaler Kantho)-তে ওই খবর প্রকাশিত হওয়ায় পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। এর আগেও তিনি নয়ন খন্দকারকে একাধিকবার মোবাইলে কল দিয়ে হত্যার হুমকি দেন বলে জানা গেছে। তবে ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা, অতঃপর…’ শিরোনামে ওই প্রতিবেদনটি করেছিলেন কালের কণ্ঠের ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক।

সংবাদ প্রকাশের পর সাংবাদিক মিশন আলীকে প্রকাশ্যে হুমকি দেওয়া এবং নয়ন খন্দকারের নামে মিথ্যা জিডি করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান (Mizanur Rahman), সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, কালের কণ্ঠের প্রতিবেদক অরিত্র কুণ্ডু, সময় টিভির লোটাস রহমান সোহাগ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আজিবর রহমান, রফিকুল ইসলাম মন্টু, জামির হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

তারা অবিলম্বে জামায়াত নেতা বিল্লাল হোসেন এবং তার ভাই হাসান আলীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *