৫ বছর পর এবি পার্টি থেকে আবার জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী

পাঁচ বছর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিয়েছিলেন দিনাজপুরের বিরামপুরের সাবেক জামায়াত নেতা মেহেদী হাসান চৌধুরী (Mehedi Hasan Chowdhury)। অবশেষে দীর্ঘ রাজনৈতিক যাত্রা শেষে তিনি আবারও নিজ দল জামায়াতে ফিরলেন। তার সঙ্গে একযোগে এবি পার্টি থেকে জামায়াতে ফিরে এসেছেন আরও ৪০ জন নেতাকর্মী।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে জামায়াতের উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরামপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীর (Arafat Al Abir)ও জামায়াতে যোগদান করেন।

রাজনৈতিক জীবনে মেহেদী হাসান চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২০ সালে তিনি জামায়াতে ইসলামী-সমর্থিত সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। কিন্তু ওই বছরই জামায়াতের কিছু নেতার সঙ্গে মনোমালিন্য এবং যথাযথ মূল্যায়নের অভাবে তিনি এবি পার্টিতে যোগ দেন। পরবর্তীতে তিনি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় সদস্য এবং দিনাজপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তবে গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এবি পার্টি থেকে পদত্যাগ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজনৈতিক মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে সেই সময় জামায়াতের কিছু নেতার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে তিনি এবি পার্টিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি প্রত্যাশিত আদর্শ খুঁজে পাননি। তার ভাষায়, “আমি যে চেতনা নিয়ে এবি পার্টিতে যোগ দিয়েছিলাম, পরবর্তীতে সেই চেতনার অভাব আমাকে আহত করেছে। বর্তমানে জামায়াতের আদর্শ ও কার্যক্রম আমাকে নতুন করে মুগ্ধ করেছে। তাই আজ আমি ৪০ জন নেতাকর্মীকে নিয়ে আবারও জামায়াতে ফিরলাম।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা শাখার আমির আনিসুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিশে শূরা সদস্য ও জেলা শাখার সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, বিরামপুর পৌর শাখার আমির মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর ইসলাম খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *