সিএমএইচে ভর্তি হলেন কর্নেল অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (Liberal Democratic Party)–এর সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।

তার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দিন রাজ্জাক গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, কর্নেল অলি আহমদ বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সালাহ উদ্দিন রাজ্জাক বলেন, “অলি আহমদ স্যার এখন সুস্থ আছেন। সকালের নাস্তা করেছেন। আজ তার এমআরআই করার পর চিকিৎসকেরা পরবর্তী তথ্য জানাবেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *