বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার কোনো ঘোষণাই দেয়নি আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates)। বিষয়টি স্পষ্ট করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ (Tarek Ahmed)।

রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের খবর ছড়ানো হয়েছে সেটি আমিরাত সরকারের কোনো সরকারি ওয়েবসাইট নয়। মূলত “ইউএই ভিসা অনলাইন” নামে একটি বেসরকারি ওয়েবসাইট ১৭ সেপ্টেম্বর খবরটি প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, বাংলাদেশসহ নয়টি দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

তবে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের দূতাবাস জানায়, এই তথ্য সত্য নয়। তারা পরিষ্কারভাবে জানিয়েছে, এখন পর্যন্ত আমিরাত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি। দূতাবাস আরও জানায়, সাপ্তাহিক ছুটি শেষে বিষয়টি নিয়ে সরাসরি আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে—ভিসা সংক্রান্ত বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া গুজবে কান না দেওয়ার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *