পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনার মধ্যে সরাসরি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, পিআর (Proportional Representation) হবে কি না কিংবা বিদ্যমান পদ্ধতিতেই ভোট অনুষ্ঠিত হবে কি না—এর সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল রাজনৈতিক দলগুলোর। সরকারের উচিত এই বিষয়ে কম কথা বলা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশনের এক জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “জরিপের পরিসংখ্যানই প্রমাণ করছে সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চায়—এটাই প্রমাণ করে সামনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশে কারও সাধ্য নেই সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। যখন সবাই ভোট দিতে আসবে, তখন ভোট স্বাভাবিকভাবেই ভালো হবে।”

অনুষ্ঠানে প্রকাশিত জরিপ প্রতিবেদনে উঠে এসেছে, আগামী নির্বাচনে ‘পিআর সিস্টেম’ কী—তা ৫৬ শতাংশ মানুষই জানেন না। এ ছাড়া ২১ দশমিক ৮ শতাংশ মানুষ পিআর পদ্ধতি চায়, আর ২২ দশমিক ২ শতাংশ চান না। জরিপে অংশ নিয়েছেন মোট ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা।

জরিপে আরও বলা হয়, অংশগ্রহণকারীদের ৬৯ দশমিক ৯ শতাংশ বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এ সক্ষমতা নিয়ে তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *