অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর জাতিসংঘ সফর ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদ (Gono Odhikar Parishad)-এর সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan)। তার অভিযোগ, এই সফরে রাজনৈতিক নেতাদের কোনো কার্যকর ভূমিকা নেই, বরং সরকার শুধুমাত্র নিজেদের সুরক্ষার স্বার্থে তাদের সঙ্গে নিয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান সরাসরি এ বিষয়ে মত দেন। তিনি লেখেন, উপদেষ্টারা নিজেদের প্রটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন। কারণ, বিদেশের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বভাবতই বিক্ষোভ দেখাবে। এ সময় হয়তো গালিগালাজ বা অপদস্ত করার মতো ঘটনাও ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
রাশেদ খান আরও উল্লেখ করেন, ইতোমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ব্যানার হাতে রাস্তায় নেমেছে, অন্যদিকে আওয়ামী লীগও সেখানে অবস্থান নিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে সরাসরি মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেতেন, তাহলে কি বিএনপি-জামায়াত কর্মীরা মাঠে নামতো? তারা না এলে পরিস্থিতি কোন দিকে গড়াতো?
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক দাবি করেন, সরকারের উপদেষ্টারা যত বড় বড় কথা বলুক না কেন, তারা রাজনৈতিক দলের সমর্থন ও সহযোগিতা ছাড়া টিকে থাকতে পারছেন না। বরং বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করলেও উপদেষ্টা পরিষদ বাস্তবে আরও বৈষম্য তৈরি করেছে।
তবে সমালোচনার পাশাপাশি তিনি সফরের ইতিবাচক পরিণতির কামনাও করেন। স্ট্যাটাসের শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা জানান তিনি।