৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

১৯৬৭ সালের পর প্রথমবারের মতো কোনো সিরীয় শীর্ষ নেতা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা (Ahmed Al-Shara) ওয়াশিংটনে পৌঁছেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে।

সিরিয়া টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট আল-শারার সফরসঙ্গী হিসেবে রয়েছেন চারজন মন্ত্রী। তাদের এ সফরকে শুধু জাতিসংঘে বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না দেখে, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন কমানোর সম্ভাব্য সুযোগ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষত, ওয়াশিংটনে সিরিয়ার দূতাবাস পুনরায় চালুর বিষয়টি আলোচনায় উঠতে পারে বলে কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে।

আগামী ২৪ সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবস (Jennifer Jacobs) জানিয়েছেন, অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং সিরিয়ার নেতার মধ্যে বৈঠকের পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স (Reuters) বলছে, এক সময় আল-কায়েদার সাবেক নেতা হিসেবে আল-শারার মাথার দাম ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু গত মে মাসে সৌদি আরবের রিয়াদে ট্রাম্প ও আল-শারার বৈঠককে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হয়। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়। একইসঙ্গে দামেস্কভিত্তিক সরকারের প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া গঠনে ট্রাম্প প্রশাসন আস্থা প্রকাশ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *