পেছাল রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন ২৫শে সেপ্টেম্বরের ভোট আয়োজন করা সম্ভব নয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রাকসু নির্বাচন ২০ দিন পিছিয়ে আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম (Prof. F. Nazrul Islam) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সর্বসম্মতভাবে বলা হয়, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কোনোভাবেই নির্বাচনের অনুকূলে নেই।

কারণ হিসেবে কমিশন জানায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এখনো চলছে। ফলে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার স্বার্থে ভোটের তারিখ পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছে। তাই আগামী ২৫শে সেপ্টেম্বরের পরিবর্তে বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ তারিখে রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *