অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে পদত্যাগ করেছেন ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য মাশকুর রাতুল। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম-এর কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার (২২ সেপ্টেম্বর)।

দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে—এমন কারণ দেখিয়েই পদত্যাগপত্রে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন মাশকুর রাতুল।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘মানবজীবন মাত্রই রাজনৈতিক। তবে আপাতত আমি লেখালেখিতে মনোযোগ দিতে চাই এবং বাংলাদেশের জন্য ইতিবাচকভাবে কাজ করে যেতে চাই।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *