যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন (Akhtar Hossain)-এর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সোমবার রাত ৯টার দিকে জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুল জেনারেলে হামলা ও ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি বলেও নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ (Gias Ahmed)। তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্বঘোষণা দিয়েই এই জঘন্য মব তৈরি করেছে। আমরা বহু আগেই এসব চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম।”
এর আগে সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছালে আখতার হোসেনকে লক্ষ্য করে এ ডিম নিক্ষেপ করা হয়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর সফরসঙ্গী হিসেবেই নিউ ইয়র্কে যান তিনি।
এ সময় এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকেও হেনস্তার শিকার হতে হয়। তাদের পাশেই ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আখতার হোসেন। তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। আর সামান্য দূরত্বে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ঠিক সেই মুহূর্তেই আখতারের ওপর ডিম নিক্ষেপ করা হয়।