বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান (Advocate Md. Fazlur Rahman) তীব্র প্রশ্ন তুলেছেন, কেন বিএনপি মহাসচিব ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর সঙ্গে গেলেন, যেখানে জামায়াতের আমিরও যোগ দেননি।
নিউইয়র্ক সফরে বিএনপি মহাসচিবসহ কয়েকজন রাজনীতিকের অংশগ্রহণ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফজলুর রহমান বলেন, এই ঘটনাকে মানুষ ইতিবাচকভাবে নেয়নি। তার মতে, “সারা দেশে গুঞ্জন উঠেছে এবং মানুষ এ সফরকে ভালোভাবে দেখছে না।”
তিনি দাবি করেন, একসময় ড. ইউনূস জনপ্রিয় হলেও বর্তমানে তার ভাবমূর্তি তলানিতে নেমে গেছে। ফজলুর রহমানের প্রশ্ন, “এই দুর্নামের বোঝা কেন বিএনপিকে নিতে হবে? মহাসচিব কেন যাবেন? জামায়াতের আমির বা মহাসচিব তো যাননি।”
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব এমন এক ব্যক্তির সঙ্গে একই প্রোটোকলে গেছেন—যিনি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, অথচ তার দল এখনো নিবন্ধিতও নয়। কেন এমন এক নেতার সঙ্গে বিএনপি মহাসচিবকে যেতে হলো, সে প্রশ্নও তিনি তোলেন।
কঠোর ভাষায় সমালোচনা করে ফজলুর রহমান বলেন, এতে মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে যে বিএনপি কি এতটাই অসহায় হয়ে পড়েছে যে না গেলে ক্ষমতায় যাওয়া অসম্ভব মনে করছে। তার ভাষায়, “মানুষ ভাবে, বিএনপি যেন হাত পেতে দয়া চাইছে। কিন্তু রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল বিষয়, আর ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনে।”