ডেসটিনির রফিকুলের ‘আমজনগণ’ আর ইলিয়াস কাঞ্চনের ‘জনতা পার্টি’—দুটোতেই কোটি টাকা ঢেলেছেন এনায়েত!

দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী (Enayet Karim Chowdhury), যিনি নিজেকে সিআইএ’র এজেন্ট বলে পরিচয় দিয়েছিলেন, রিমান্ডে এবার জানালেন আরও চাঞ্চল্যকর তথ্য। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, আলোচিত দুটি নতুন রাজনৈতিক দলের পেছনে ছিল তারই অর্থায়ন। একদিকে ডেসটিনির আলোচিত রফিকুল আমীনের নেতৃত্বে গড়া “আমজনগণ পার্টি”, অন্যদিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন (Ilias Kanchan) ঘোষিত “জনতা পার্টি বাংলাদেশ”—দুটোতেই ফান্ড দিয়েছেন মোট এক কোটি টাকা।

গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে পুলিশ। তখনই এনায়েত নিজেকে পরিচয় দেন সিআইএ এজেন্ট হিসেবে। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদেই পরিষ্কার হয়ে যায়, সেটি কেবল বিভ্রান্তি ছড়ানোর জন্য ব্যবহৃত ভুয়া পরিচয়। এর পর আদালতের অনুমতিতে তাকে ও তার সহযোগী এস এম গোলাম মোস্তফাকে রিমান্ডে নিয়ে শুরু হয় গভীর তদন্ত।

গোয়েন্দা সূত্রের দাবি, এনায়েত করিম প্রথমে ২০২৫ সালের ১৭ এপ্রিল গঠিত “আমজনগণ পার্টি”কে দেন ৫০ লাখ টাকা। এর মাত্র আট দিন পর, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচিত জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করে “জনতা পার্টি বাংলাদেশ”। সেই দলের তহবিলেও আরও ৫০ লাখ টাকা ঢালেন তিনি। শুধু তাই নয়, হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতা পার্টির উদ্বোধনী অনুষ্ঠানের সব খরচও বহন করেছেন বলে নিজের মুখেই স্বীকার করেছেন এনায়েত।

অন্যদিকে, বহুল আলোচিত ডেসটিনি কেলেঙ্কারির মূল হোতা হিসেবে পরিচিত রফিকুল আমীন (Rafiqul Amin) শুরুতে “আ-আম জনতা পার্টি” নামে দল গড়েছিলেন। তীব্র সমালোচনার মুখে পরে সেটির নাম পাল্টে রাখা হয় “আমজনগণ পার্টি”। আর সেই দলে বড় অঙ্কের অর্থ ঢেলেছেন এনায়েত করিম—এমন তথ্য সম্প্রতি দেশের একটি প্রথম সারির গণমাধ্যমে উঠে এসেছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, স্বীকৃত বঙ্গবন্ধু সৈনিক ইলিয়াস কাঞ্চন কীভাবে রাজনৈতিক অবস্থান বদলে ফেললেন। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি “জনতা পার্টি বাংলাদেশ”-এর নীতিনির্ধারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কিন্তু তার এই অবস্থান বদলের কৌশল শেষ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ পেয়েছে, যা রাজনৈতিক চালবাজির স্পষ্ট উদাহরণ বলে মনে করছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *