জাতীয় পার্টির (Jatiya Party) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (Shamim Haider Patwary) দাবি করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ (Awami League) দেশে ভোট বাধাগ্রস্ত করার প্রস্তুতি নিচ্ছে। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি ও দলের কার্যক্রম দেখে স্পষ্ট হচ্ছে—আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর কৌশল আঁটছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বক্তব্য রাখতে গিয়ে জাপা মহাসচিব বলেন, “আওয়ামী লীগকে ভোট থেকে বাইরে রাখার প্রক্রিয়া চলছে, সেটিই এখন দৃশ্যমান। এ কারণেই তারা নির্বাচনী মাঠে বাধা তৈরি করতে চাইছে।”
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, অনেকেই ধারণা করছেন—আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলে তাদের ভোট জাতীয় পার্টির দিকে আসবে। কিন্তু তিনি এটিকে ভুল হিসাব হিসেবে আখ্যা দেন। তাঁর ভাষায়, “যদি দেশে একতরফা ভোট হয়, আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে, বাধা দেবে। তাহলে আরেক দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে?”
অতীতের প্রেক্ষাপট টেনে তিনি স্মরণ করান, বাংলাদেশের ইতিহাসে যত একতরফা নির্বাচন হয়েছে, সেখানে ভোট থেকে বাদ পড়া দলগুলো আসলে ভোটকেন্দ্রে যায়নি, বরং ভোটদান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
জাতীয় পার্টির অবস্থান প্রসঙ্গে মহাসচিব বলেন, দলটিকে এখনই শক্তিশালী ভাবা ঠিক নয়। সংগঠন পুনর্গঠন, শক্তি বৃদ্ধি এবং ভোটের ভিত্তি বাড়ানোর ওপর জোর দেন তিনি। তাঁর মতে, জাতীয় পার্টির সামনে বড় চ্যালেঞ্জ হলো দলকে গোছানো এবং ভোটের সক্ষমতা বৃদ্ধি করা।