প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আমন্ত্রণ জানান।

এসময় অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার আহ্বান জানান। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই মার্কিন প্রেসিডেন্টের নিমন্ত্রণে তিনি এই সংবর্ধনায় অংশ নেন।

অনুষ্ঠানে ড. ইউনূস শুধু ট্রাম্পের সঙ্গেই নয়, বরং আরও বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এর মধ্যে ছিলেন স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ (King Felipe VI of Spain), জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা (Shigeru Ishiba), জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres) এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে (Tshering Tobgay)।

শুধু বিশ্বনেতারাই নন, সংবর্ধনায় মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনীতিকদের সঙ্গেও আলাপ করেন প্রধান উপদেষ্টা। তিনি সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও (Marco Rubio) এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গোর (Sergio Gor)-এর সঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *