নির্বাচন কমিশন (ইসি) নতুন প্রজ্ঞাপনে জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রতীকের তালিকা প্রকাশ করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) জারি করা এই প্রজ্ঞাপনে নৌকা প্রতীক স্থগিত রেখে মোট ১১৫টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে। তবে তালিকায় নেই শাপলা প্রতীক।
ইসি জানিয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২)-এর আর্টিকেল ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধনী এনে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে নৌকা প্রতীক স্থগিত রেখে পুনর্বহাল করা হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। কিন্তু শাপলা প্রতীককে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।