জোর করে একজন নিরীহ ফকিরের চুল কেটে দেওয়া ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তিনজন অভিযুক্ত এখন গা ঢাকা দিয়েছে। ঘটনাটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তোলপাড় তুলতে চলেছে বলে জানিয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ (Mohiuddin Mohammad)। তিনি জানান, অভিযুক্তদের ধরিয়ে দিতে পারলে তিনি নিজে ১ লক্ষ টাকা পুরস্কার দেবেন এবং জাতিসংঘ ভবনের সামনে স্ক্রিনে এই বর্বরতা দেখানোর ঘোষণাও দিয়েছেন। তারই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
জোর করে নিরীহ ফকিরের চুল কেটে দেয়া ৩ জ**/ঙ্গী গা ঢাকা দিয়েছে।
গতকাল থেকে তাদের গ্রেপ্তারে আমি ও আমার একটি টিম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছি।
সর্বশেষ তাদেরকে চাঁদপুরের একটি জায়গায় ট্র্যাক করা গিয়েছিলো। পালিয়ে সম্ভবত প্রত্যন্ত অঞ্চলে লুকিয়েছে।
কেউ তাদের সন্ধান দিতে পারলে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
আপনার পরিচয় গোপন থাকবে।
সরকারকেও আমরা সর্বোচ্চ চাপে রেখেছি।
প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে হুমকি দিয়েছি, যদি এদেরকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করা না হয়—
তাহলে চুল কাটা, মাজার ভাঙা, ও মব সন্ত্রাসের কয়েকশো ভিডিও বড় জায়ান্ট স্ক্রিনে জাতিসংঘ ভবন ও গ্রান্ড হায়াত হোটেলের সামনে আমি প্রদর্শনের ব্যবস্থা করবো, টানা ৭ দিন।
ইতোমধ্যে আমি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি।