রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম (Haji Mohammad Selim) এর বাড়িতে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে যৌথ বাহিনী অভিযান চালায়। দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ অভিযানে তার বাসার আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে একে একে উদ্ধার করা হয় ছয়টি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে একটি বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়িও রয়েছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের ভেতরে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার হয় ছয়টি দামি গাড়ি।
উদ্ধার হওয়া গাড়িগুলোর নিবন্ধন তথ্যও প্রকাশ পেয়েছে। জানা যায়, একটি গাড়ি হাজী সেলিমের নামে নিবন্ধিত, আরেকটি মদিনা ট্রেডিংয়ের নামে, একটি ইস্টার্ন ট্রেডিংয়ের নামে, একটি এমটিসি সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের নামে, একটি আরিফ মোরশেদ পাঠানের নামে এবং অপর একটি গাড়ি জনৈক ফেরদৌস খানের নামে নিবন্ধিত।
অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল খান বলেন, “দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। বিষয়টি তারা আমাদের অবহিত করেছে। তবে সেখানে পুলিশের কোনো সদস্য নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনীই অভিযান পরিচালনা করছে।”