“আমলারা অপেক্ষায় পরবর্তী সরকারের, আমি যেকোনো সময় নেমে যেতে পারি”—তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam) বলেছেন, সরকারি আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন। আর তিনি নিজে অপেক্ষায় আছেন কবে দায়িত্ব থেকে নামবেন। তাঁর ভাষায়, “যেকোনো সময়ে নেমে যেতে পারি, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই।”

রবিবার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, “মে মাস থেকেই অনেকে আমাদের পদত্যাগের দাবি করে আসছেন। তাই গত দুই মাস ধরে অপেক্ষা করছি, কখন নেমে যাব। আমি খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। এই স্বল্প সময়ে যতটুকু করা সম্ভব সেটাই করছি। তবে আমাদের বয়স ও অভিজ্ঞতা সীমিত, জনগণ নিশ্চয়ই এজন্য আমাদের ক্ষমা করবেন।”

তথ্য উপদেষ্টা আরও জানান, সাংবাদিকতা সুরক্ষা আইন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং এই সময়ের মধ্যেই যেকোনো মূল্যে তা বাস্তবায়ন করা হবে। তিনি আক্ষেপ করে বলেন, “অভিজ্ঞতায় দেখেছি, বাংলাদেশে সবাই গোষ্ঠী স্বার্থের জন্য কাজ করে। জাতীয় স্বার্থকে কেউ সামনে রাখে না। এ কারণেই আমাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আলোচনাটি সঞ্চালনা করেন সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *