সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (Nurul Majid Mahmud Humayun) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে পিতার মৃত্যুর খবর জানান। তিনি লিখেছেন—‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।’
এর আগে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নূরুল মজিদ। তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। অভিযোগ ছিল, শেখ হাসিনা দেশত্যাগের আগের দিন অর্থাৎ ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।