সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল হক নুরের খোঁজ নিলেন তারেক রহমান

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)-এর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ফোনে নুরের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, কথোপকথনে তারেক রহমান নুরের দ্রুত আরোগ্য কামনা করেন। সাবেক ডাকসু ভিপি ও বর্তমান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গত মাসে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর থেকে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রাতেই স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। কিন্তু উন্নত চিকিৎসার প্রয়োজন হলে গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয় তাঁকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *