বিএনপির ছায়াতলে ২২ বছর কাটিয়েছে জামায়াত: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন (Barrister Mahbub Uddin Khokon) বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়, আর তা না হলে পুরো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

সোমবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

খোকন বলেন, “২২ বছর ধরে জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে বলেই তারা নির্বাচনে পিআর পদ্ধতির কথা বলছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায় করতে হবে, যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া (Tarique Zia)-এর নেতৃত্বে বিপুল ভোটে নির্বাচিত সরকার গঠন করা যায়।

এসময় ব্যারিস্টার খোকন সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সেখানে বহু ত্যাগী ও তৃণমূল নেতাদের যথাযথ মূল্যায়ন হয়নি। তবে তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতে ত্যাগীদের যথাস্থানে মূল্যায়ন করা হবে।

বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক মোতানের হোসেন মানিক, দেওটি ইউনিয়ন বিএনপির সভাপতি দিদার হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *