হাসিনাকে ফেরাতে ড. ইউনূস এবং তার সরকার যা যা করার তাই করছে: মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল (Masud Kamal) মন্তব্য করেছেন, ড. ইউনূস (Dr. Yunus) এবং তার নেতৃত্বাধীন সরকার এমন সব পদক্ষেপ নিচ্ছে যা শেষ পর্যন্ত শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনকে আরও সহজ করে তুলছে। তার মতে, আওয়ামী লীগকে অচল করে দেওয়া, অচল ভেবে নেওয়া কিংবা আওয়ামী লীগ নেতারা আর ফিরে আসবে না বলে মনে করা—এসব আলোচনা নিজেই এক ধরনের রাজনীতি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, “যখন শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেন এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন আমি বহু জায়গায় বলেছি—আমার দৃঢ় বিশ্বাস ছিল, শেখ হাসিনার অধ্যায় বাংলাদেশে শেষ। তিনি আর দেশে ফিরতে পারবেন না। শুধু তাই নয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী, কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারাও আর দেশে ফিরতে পারবেন না। এ দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না বলে আমি তখন মনে করতাম।”

তবে পরিস্থিতির পাল্টে যাওয়া নিয়ে মাসুদ কামাল বলেন, ড. ইউনূসের সরকার যেভাবে প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছে, তা উল্টো শেখ হাসিনার ফিরে আসার পথকে মজবুত করছে। তার ভাষায়, “এমন কিছু কর্মকাণ্ড চলছে, যাতে সাধারণ মানুষও এখন আর আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ভাবতে পারছে না।”

তিনি আরও যুক্ত করেন, এ দেশের মানুষের ভেতরে নির্যাতিত ও মজলুমের প্রতি এক ধরনের সহানুভূতি ও সমর্থন কাজ করে। সেই জায়গাতেই ভুল করছে ড. ইউনূসের সরকার। তিনি বলেন, “ড. ইউনূস যে নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন, তা অযৌক্তিক এবং যে খোঁড়া যুক্তি তিনি দিচ্ছেন—এসবই আসলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করছে।”

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে মাসুদ কামাল খানিকটা ব্যঙ্গাত্মক সুরে বলেন, “আপনারা সবাই বাসায় ড. ইউনূসের বড় ছবি টাঙিয়ে রাখেন। কারণ তিনিই আপনাদের সেভিয়র।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *