“অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাসে পরিণত হয়েছে” —ভারত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা খাগড়াছড়ির সহিংসতায় ভারতের ইন্ধন থাকার অভিযোগ তুলেছিলেন। এবার সেই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৩ অক্টোবর) এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে।” খবর দিয়েছে দ্য ট্রিবিউন

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে তিনি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বলেন, “এ অভিযোগ আমরা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।”

জয়সওয়াল আরও বলেন, “তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালায়।”

প্রসঙ্গত, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে ‘জুম্ম ছাত্র–জনতা’। অবরোধ চলাকালে গত রবিবার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং স্থানীয় অনেকেই আহত হন।

এ ঘটনার প্রেক্ষাপটে ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন, খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়ানোর পেছনে ‘ভারতের ইন্ধন’ রয়েছে। সেই মন্তব্যকেই এবার পাল্টা কড়া ভাষায় প্রত্যাখ্যান করল ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *