বিএনপি (BNP) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু (Helaluzzaman Talukder Lalu)-র বিতর্কিত মন্তব্য নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে দলটি। বুধবার এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) জানিয়েছেন, ‘আগামীতে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’—এই মন্তব্য সম্পূর্ণই লালুর ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে হেলালুজ্জামান তালুকদার লালু এই বক্তব্য দেন। কিন্তু বিএনপি নেতৃত্বের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই তিনি এই মন্তব্য করেছেন, যা দলীয় অবস্থান বা সিদ্ধান্তকে প্রতিফলিত করে না।
রিজভী আরও বলেন, “হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ না করেই নিজেই মনগড়া মন্তব্যটি করেছেন। এর সঙ্গে দলীয় সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।” তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি কখনোই এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং দলের গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করার আগে আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অপরিহার্য।
দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিএনপি নেতৃত্ব এ ধরনের ব্যক্তিগত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।