‘দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত’ এই বক্তব্য বিভ্রান্তিকর

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী (Shahjahan Chowdhury) বলেছেন, সাম্প্রতিক সময়ে কিছু মহল দাবি করছে যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ইসলাম কায়েম হবে এবং জান্নাত নিশ্চিত হবে—এই ধরনের প্রচারণা বিভ্রান্তিকর ও দুঃখজনক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “ইসলাম কোনো প্রতীকের ওপর প্রতিষ্ঠিত হয় না। ইসলাম কায়েম হয় ইনসাফ, সদাচরণ ও ন্যায়নীতির ভিত্তিতে।”
তার ভাষায়, রোজা রাখা, নামাজ আদায়, হজ পালন, যাকাত প্রদান, তাহাজ্জুদের নামাজ আদায় কিংবা ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া—এসবই ইবাদত। কিন্তু এসব করেও কেউ নিশ্চিতভাবে জান্নাতি দাবি করতে পারে না। বিচার হবে কিয়ামতের দিনে, আর সেই বিচার করবেন একমাত্র মহান আল্লাহ।

সাবেক এই সাংসদ আরও বলেন, বিএনপি (BNP) একটি জনবান্ধব দল। আমাদের মা-বোনেরা এ দলকে বিশ্বাস করেন। আমরা যদি রাষ্ট্রক্ষমতায় আসি, ইনশাআল্লাহ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, নিরাপদে চলাফেরা করতে পারবে এবং দুই বেলা আহার নিশ্চিত হবে।”
তিনি প্রতিশ্রুতি দেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন কাউকে অন্যায়ভাবে অত্যাচার করতে দেবেন না।

টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আবুল হাশেম ভুলু। সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুল গফুরসহ অনেকে।

বৈঠকে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *