বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদ’কে ইতিবাচকভাবে দেখছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই সনদ নিয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হবে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, “গণতন্ত্রে বিশ্বাস থাকলে আলোচনার মাধ্যমেই যৌক্তিক সমাধানে আসা যায়। আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই জুলাই সনদ নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবে। আমরা আশাবাদী, এই সনদকে কেন্দ্র করে ইতিবাচক রাজনৈতিক সমঝোতা গড়ে উঠবে।”
দেশের কৃষি খাত প্রসঙ্গে কথা বলতে গিয়ে রিজভী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ঘোষিত ৩১ দফার কর্মসূচিতে কৃষি খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা কৃষি খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে চাই।”
এ সময় তিনি অভিযোগ করেন, দেশের কৃষকরা বর্তমানে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এই অবস্থায় কৃষকদের অধিকার রক্ষায় এ্যাবকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।