‘জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে’—এমন কড়া হুমকি দিয়েছেন সদ্য সাময়িক অব্যাহতি পাওয়া জাতীয় নাগরিক পার্টি (National Citizens Party)–এর কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।
রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য দেন। সেখানে মুনতাসির মাহমুদ স্পষ্ট ভাষায় লেখেন, “আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে। জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।”
দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পরপরই এই পোস্টটি দেন তিনি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুনতাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, সে বিষয়ে জানতে চেয়ে একটি শোকজ নোটিশও পাঠানো হয়।
রোববার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা–র সই করা এক আনুষ্ঠানিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মুনতাসিরের পোস্টের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—তিনি ঠিক কী ধরনের তথ্য হাতে রেখেছেন, আর কোন ‘জুলাইয়ের গাদ্দারদের’ কথা বলছেন? যদিও এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।