কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক বিরল দৃশ্য দেখা গেছে—দেবীদ্বার পৌর যুবলীগ (Debidwar Municipal Jubo League)-এর সহসভাপতি কাজী তরিকুল ইসলাম সুমন (Kazi Tarikul Islam Suman)-এর গ্রেপ্তারের খবরে আনন্দ প্রকাশ করে সিএনজি ও অটোরিকশা চালকরা মিষ্টি বিতরণ করেছেন।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবীদ্বার-চান্দিনা সড়কের সিএনজি স্ট্যান্ডে চালকদের উদ্যোগে মিষ্টি বিতরণের এই আয়োজন হয়, যা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয়।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কাজী সুমন দেবীদ্বার-চান্দিনা সড়কের সিএনজি স্ট্যান্ডে ‘জিপি’র নামে চাঁদা আদায় করতেন। সেই সঙ্গে চালকদের ওপর নানা হয়রানি, মারধর ও তাদের যানবাহন আটক করার ঘটনাও ঘটত নিয়মিতভাবে। অভিযোগ রয়েছে—যেসব চালক তার নির্দেশ অমান্য করতেন, তাদেরকে সড়কে সিএনজি বা অটোরিকশা চালানোর অনুমতি দেওয়া হতো না।
অনেকেই জীবিকার প্রয়োজনে মোটা অঙ্কের টাকা দিয়ে চলাচলের অনুমতি নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই পরিস্থিতির মধ্যেই যখন গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নারী নির্যাতন মামলায় কাজী তরিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়, তখনই দেবীদ্বারে সেই খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তেই চালকরা স্বতঃস্ফূর্তভাবে সিএনজি স্ট্যান্ডে একত্রিত হয়ে মিষ্টি বিতরণে আনন্দ প্রকাশ করেন।
চালকরা বলেন, “আমরা দীর্ঘদিন তার অন্যায় আর জুলুমের শিকার হয়েছি, আজ অন্তত কিছুটা স্বস্তি পেলাম।”
তাদের চোখেমুখে যেন এক ধরনের মুক্তির হাসি ছড়িয়ে পড়ে—যেন এক দীর্ঘ অন্ধকারের শেষে দেখা মিলেছে আলোর রেখা।