কোন আসন থেকে নির্বাচন করবেন উপদেষ্টা মাহফুজ, জানালেন ভাই মাহবুব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম-এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন তাঁর ভাই মাহবুব আলম। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে পারেন উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় রামগঞ্জের ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এনসিপি আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম এ কথা বলেন।

তিনি বলেন, “গত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। অবকাঠামোগতভাবে পুরো উপজেলা ভেঙে পড়েছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এমনভাবে যে, তারা নিজের চাহিদাটুকুও প্রকাশ করতে পারেনি।”

মাহবুব আলম আরও বলেন, “৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। সেই বাস্তবতায় তারা এখন আমাদের সঙ্গে নিজেদের দুঃখ-দুর্দশা ভাগ করে নিচ্ছে।”

তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন, “রামগঞ্জ তথা ইছাপুর ইউনিয়নের গর্ব যে, এই মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি। তাঁর মাধ্যমে রামগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগগুলো বাস্তবায়িত হচ্ছে।” সভায় তিনি উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন।

মাহবুব আলম আরও বলেন, “আগামী নির্বাচনে আমরা রামগঞ্জের এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম এই আসনের প্রার্থী হতে পারেন।”

তিনি জোর দিয়ে বলেন, “৫ আগস্টের পরে এ দেশে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচনা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি আর চলতে দেওয়া হবে না—যেখানে ক্ষমতাসীনরা বিরোধীদের ওপর নির্যাতন চালায়।”

এ সময় তিনি দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এনসিপিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ, আর সঞ্চালনায় ছিলেন যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটু। বক্তব্য রাখেন এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি ও নাইম সালেহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *