ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport)-এর কার্গো ভিলেজে আকস্মিক আগুনের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট উঠানামা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে চেন্নাই ও দিল্লি থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি উড়োজাহাজকে কলকাতায় জরুরি অবতরণ করতে হয়।
শনিবার বিকেল ৫টার দিকে ঢাকায় নামার পূর্বে উড়োজাহাজ দুটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhas Chandra Bose International Airport)-এর এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর কাছে জরুরি অবতরণের আবেদন জানায়। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় বিমান বর্তমানে রানওয়ের ৪২ ও ৪৩ নম্বর ওয়েতে অবস্থান করছে, এবং যাত্রীদের সকল জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার দুপুর ২টার দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (Fire Service and Civil Defence)-এর মোট ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশন থেকে এই ইউনিটগুলো ঘটনাস্থলে যোগ দেয়।
ঘটনার কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্গো কার্যক্রম ও ফ্লাইট মুভমেন্ট বন্ধ রাখা হয়, যাতে আগুন নিয়ন্ত্রণে কোনো ঝুঁকি না থাকে। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া ও ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ পাওয়া যায়নি।