নির্বাচন কমিশনার (Election Commissioner) আনোয়ারুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাংবিধানিক আইন ও নির্বাচন বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
রবিবার সকালে সিলেট পুলিশ লাইনসে পুলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী তালিকায় যে প্রতীকগুলো নির্ধারিত আছে, তার মধ্য থেকেই একটি প্রতীক বরাদ্দ দিতে হয়।”
আনোয়ারুল ইসলাম আরও ব্যাখ্যা করেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এর প্রতিটি পদক্ষেপই আইনের সীমার ভেতরে পরিচালিত হয়। তিনি বলেন, “আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আইন ও বিধি অনুযায়ী তারা (এনসিপি) যে প্রতীক চাচ্ছে, সেটি দেওয়া নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়।”
নির্বাচনের সময়সূচি নিয়ে চলমান নানা জল্পনা নিয়েও মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো বিশেষ পরিস্থিতি বা ঘটনা ঘটেনি। বরং বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা আশা করছি রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, নির্বাচন কমিশন বর্তমান সাংবিধানিক কাঠামো ও আইনগত নির্দেশনার ভেতরেই থেকে কাজ করছে এবং প্রতীকের বিষয়ে কোনো ব্যতিক্রম করার সুযোগ নেই।