জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)–র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীক তারা গ্রহণ করবে না। নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত খাট, বেগুনসহ ৫০টি প্রতীক সরাসরি প্রত্যাখ্যান করেছে দলটি।
রবিবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ শেষে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, “শাপলার কোনো বিকল্প অপশন নেই। শাপলা আমাদের সাংগঠনিক পরিচয়ের অংশ। নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারবে না। শাপলাকে আমরা অর্জন করবোই।”
তিনি আরও অভিযোগ করেন, “এই কমিশন বিভিন্ন দলের হয়ে কাজ করছে। আমরা চাই না, আবার নুরুল হুদার মতো পরিস্থিতি তৈরি হোক।” তার এই বক্তব্যের মধ্য দিয়ে ইসির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
দলের আরেক নেতা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, “ইসি আমাদের খাট, বেগুনসহ ৫০টা প্রতীকের তালিকা দিয়েছে। কিন্তু আমরা এখান থেকে কিছু নেব না।”
এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এনসিপির নেতাদের অবস্থান স্পষ্ট—শাপলা ছাড়া তারা নির্বাচনী প্রতীক গ্রহণ করবে না। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।