সচিবরা এখন মন্ত্রীর চেয়েও ক্ষমতাধর: জাতীয় নাগরিক পার্টির সামান্তা শারমিনের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party (NCP))–এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মন্তব্য করেছেন, দেশের প্রশাসনিক কাঠামোয় সচিবরা এখন মন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতাধর হয়ে উঠেছেন। তার অভিযোগ, জনগণের দাবি নিয়ে প্রেরিত বহু স্মারকলিপিই মন্ত্রীদের হাতে পৌঁছায় না, বরং সচিব স্তরেই আটকে থাকে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সামান্তা শারমিন বলেন, “এখনও অনেক রাজনৈতিক সচিব ও আমলা আছেন, যারা প্রতিনিয়ত জনগণের ন্যায্য দাবির বিরোধিতা করে যাচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই আমলাতন্ত্র।”

তিনি আরও বলেন, “আগে শেখ হাসিনাকে কেন্দ্র করে আন্দোলন চলতো, এখন ড. ইউনূস–কে ঘিরে আন্দোলন চলছে। তাহলে এত কষ্ট করে ট্যাক্সের টাকায় একটা সিস্টেম তৈরি হলো কেন? যদি রাজনৈতিক প্রভাবমুক্ত না হয়, তাহলে তার অর্থই বা কী?”—প্রশ্ন রাখেন সামান্তা।

তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার নামমাত্র হলেও বাস্তবে বেশির ভাগ নিয়োগই রাজনৈতিক প্রভাবেই হচ্ছে। তিনি আরও দাবি করেন, এলাকাভিত্তিক সচিব নিয়োগের কারণে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে; বরং উন্নয়ন কার্যক্রম সীমিত হয়ে পড়ছে নির্দিষ্ট কিছু অঞ্চলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *