ময়মনসিংহের হালুয়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের অর্ধ শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)-এ যোগ দিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স (Syed Emran Saleh Prince)।
অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা ফুল দিয়ে যোগদানকারীদের বরণ করে নেন, আর যোগদানকারীরাও ফুলের তোড়া দিয়ে এমরান সালেহ প্রিন্সকে শুভেচ্ছা জানান।
প্রিন্স বলেন, “নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশ ও জনগণের শত্রু। কেউ যদি মনে করে এসব করে নির্বাচন ঠেকানো যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে তারা খড়কুটোর মতো ভেসে যাবে।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যম্ভাবী—হতেই হবে। অন্যথায় দেশ মহাবিপর্যয়ের মুখে পড়বে। নির্বাচনের সফলতা নিশ্চিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যারা প্রতিনিয়ত বলে নির্বাচনের পরিবেশ নেই, আসলে তাদের অন্য উদ্দেশ্য আছে—তারা নির্বাচনে অংশ নিতে চায় না।”
যোগদান অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থান গতি পেয়েছিল। “আওয়ামী ফ্যাসিবাদের দমন-পীড়নের মুখেও বিএনপি আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়। প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন এই আন্দোলনে,”—বলেন তিনি।
তিনি আওয়ামী লীগের সমালোচনা করে আরও বলেন, “মুক্তিযুদ্ধের একক দাবিদার সেজে যেমন আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস লিখেছে, তেমনি এখন অভ্যুত্থানেরও একক দাবিদার সাজছে। নতুন রাজনৈতিক দল গঠন করে তারা অভ্যুত্থানের বয়ান নিজেদের মতো করে দিচ্ছে, বিএনপিকে বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে। এই কারণেই ছাত্র অভ্যুত্থানের প্ল্যাটফর্মের অনেকেই পদত্যাগ করছেন এবং বিএনপিতে যোগ দিচ্ছেন।”
যোগদানকারীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা ছাত্রদলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই তোমাদের লক্ষ্য হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাঈমুর আরেফিন পাপন। সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসিফ, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন।
যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক প্রকৌশলী দেলোয়ার হোসেন রতন, সোহাগ মিয়া, রাকিব খান ও হালুয়াঘাট উপজেলা এনসিপির সদস্য নাসির উদ্দিন বাপ্পী।