“কিংস পার্টি নিজেদের অপবাদ গা থেকে সরাতে নাটক করছে” — মাসুদ কামাল

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল (Masud Kamal) বলেছেন, এনসিপি (NCP) দলে এখন চলছে নিছক নাটক। তাদের লক্ষ্য একটাই— নিজেদের ওপর লেগে থাকা “কিংস পার্টি”র অপবাদ দূর করা। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, “এনসিপির উপদেষ্টারা ‘সেইফ এক্সিট’ খুঁজছেন, সেটাই এখন নাটক। সবাই যখন বলছে এনসিপি হচ্ছে কিংস পার্টি, তখন তারা নিজেদের গা থেকে সেই অপবাদ সরাতে নানা নাটক সাজাচ্ছে।”

তিনি আরও বলেন, জামায়াত ইসলামি (Jamaat-e-Islami) ও বিএনপি (BNP) ঢাকার বাইরে নানা কর্মসূচি করে, কিন্তু এনসিপি তেমন কোনো প্রটোকল পায় না। তার ভাষায়, “যদি নিরপেক্ষতার প্রশ্ন ওঠে, কিংবা নিরপেক্ষতা হারিয়েছেন এমন তালিকা করতে হয়, তাহলে এক নম্বরে থাকবেন ড. ইউনূস নিজেই।”

টকশোতে তিনি বলেন, “যদি পক্ষপাতদুষ্টতার অভিযোগ তোলা হয়, প্রথমত এবং প্রধানত সেখানে ড. ইউনূসই থাকবেন। কারণ, তত্ত্বাবধায়ক সরকারের মূল ধারণা হচ্ছে— এমন একটি সরকার, যারা নিজেরা নির্বাচনে অংশ নেবে না, এমনকি তাদের ঘনিষ্ঠ কেউও নির্বাচনে যাবে না।”

ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রেক্ষিতে মাসুদ কামাল বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে? ড. ইউনূস নিজে। এনসিপি হচ্ছে ওনার দল। তিনি নিজেই ফাইন্যান্সিয়াল টাইমসের এক পডকাস্টে বলেছেন— ‘আমি ওদের বলেছি, তোমরা দল গঠন করো।’”

মাসুদের মতে, এসব মন্তব্য ও পদক্ষেপই প্রমাণ করে এনসিপি একটি ‘কিংস পার্টি’, এবং সাম্প্রতিক পদক্ষেপগুলো শুধু সেই অপবাদ থেকে মুক্তি পাওয়ার নাটকীয় প্রচেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *