‘বাগছাস’ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

ছাত্ররাজনীতির অঙ্গনে নতুন মোড়—বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নামটি এখন ইতিহাস। সংগঠনটি এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ (Jatiyo Chhatra Shokti) নামে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত সংগঠনটির জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতারা নতুন নামের ঘোষণা দিয়ে স্লোগান তোলেন, যা সভায় একধরনের উদ্দীপনা ও পুনর্জাগরণের আবহ তৈরি করে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি (National Citizen Committee)-এর উদ্যোগে আত্মপ্রকাশ করেছিল ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’। মাত্র আট মাসের মাথায় এসে সংগঠনটি নতুন পরিচয়ে পুনর্গঠিত হলো।

জুলাই আন্দোলনের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (National Citizen Party-NCP)-এর অনুপ্রেরণায় বাগছাস প্রতিষ্ঠিত হলেও, দলীয় স্বীকৃতি না পাওয়ায় নেতাকর্মীরা জানাচ্ছেন—তারা এখন এনসিপির পুরনো প্ল্যাটফর্ম ‘ছাত্রশক্তি’ নামেই ফিরে যাচ্ছেন।

নেতৃত্ব নির্বাচন নিয়েও চলছে আলোচনা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পদে আলোচনায় আছেন জাহিদ আহসান ও আবু বাকের মজুমদার—দুজনের মধ্যে যেকোনো একজন আসতে পারেন এ পদে। একইভাবে, সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মহির আলম ও তাহমিদ আল মুদ্দাসসির।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ছাত্ররাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে। নতুন ‘ছাত্রশক্তি’র পূর্ণাঙ্গ কমিটিতে বাগছাসের আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন সরকার ও লিমন মাহমুদ হাসানকে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। সাংগঠনিক সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে মোহাম্মদ সাকিবের নাম।

বাগছাস থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’তে রূপান্তরের মাধ্যমে সংগঠনটি যেন নিজেদের আদর্শ ও অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করছে—এমনই মত ছাত্ররাজনীতির অভ্যন্তরীণ পর্যবেক্ষকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *