বিয়ের প্রতিশ্রুতিতে ‘জুলাইযোদ্ধা’ তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার এনসিপি নেতা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)–এর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গল্লাক বাজার এলাকার নিজ বাসা থেকে যৌথ বাহিনীর সহায়তায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাঁকে আটক করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমিন হোসেন সৈকত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত প্রায় এক মাস আগে। গত ৫ অক্টোবর কচুয়া উপজেলার রহিমা নগরের এক তরুণী বিয়ের দাবিতে এনসিপি নেতা আমিন হোসেন সৈকতের বাড়িতে অবস্থান শুরু করেন। অভিযোগ অনুযায়ী, ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন সৈকত।

পরে দলীয় শীর্ষ নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। আলোচনার সময় মেয়েটির পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন তরুণীর পরিবার।

এ প্রসঙ্গে ওই তরুণী সাংবাদিকদের বলেন, “আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার শারীরিক সম্পর্ক করেছে এনসিপি নেতা আমিন হোসেন সৈকত। আমি একজন জুলাইযোদ্ধা। এই ঘটনার ন্যায়বিচার চাই। এখনো তাদের দলের কিছু নেতা আমাকে ফোনে ভয়ভীতি দেখাচ্ছেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এনসিপির স্থানীয় নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তরুণীর পরিবার দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *