আজ রাতেই গণভোটের আদেশ জারির আহ্বান জামায়াত নেতা তাহেরের

বাংলাদেশ জামায়াতে ইসলামী-র (Bangladesh Jamaat-e-Islami) নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ ও গণভোট বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের প্রতি যে আদেশ জারির সুপারিশ করেছে, তা আজ (বৃহস্পতিবার) রাত অথবা সর্বোচ্চ আগামীকালকের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, “পিআর দাবি আদায় হয়নি, এখন যদি গণভোটও না হয়, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি কী—এমন প্রশ্নের জবাবে আমি বলব, কে বলছে আমরা আদায় করতে পারিনি? আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। আজ রাতেই দেখি তারা কী করে। কালও সময় আছে, বাকিটা কাল দেখা যাবে।”

ডা. তাহের অভিযোগ করে বলেন, বিএনপি গণভোটকে “গলা টিপে হত্যা” করতেই নির্বাচনের দিনেই গণভোট চায়। তাঁর ভাষায়, “বিএনপি যেখানে নিজেদের লাভ দেখতে পায়, সেখানেই সংস্কারের হিসাব করে। তাদের উদ্দেশ্য সংস্কার নয়, সুবিধা নেওয়া।”

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি বলছে, কোনোভাবেই গণভোট মানবে না। তাই ইন্টারিম সরকারকে অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। সময়ক্ষেপণ নয়—আজই ঘোষণা দিন। রাতের বেলাতেও অনেক আদেশ জারি হয়, এটাও হতে পারে। নাহলে আপনার সরকারের ওপর জনগণ আস্থা হারাবে। সেই আস্থা একবার হারালে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন ইস্যু সামনে এনে যেন রাজনৈতিক সংশয় বা আস্থাহীনতার পরিবেশ তৈরি না হয়। সময়ক্ষেপণ করতে করতে যদি শেষে বলা হয় গণভোটের সময় নেই, তাহলে সেটা হবে প্রতারণা। প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ডা. তাহের জানান, ঐকমত্য কমিশন সকল দলকে একমত করতে সচেষ্ট ছিল, এবং শেষ পর্যন্ত প্রায় ৬০ শতাংশ বিষয়ে সবাই একমত হয়েছে। “সব দলের ঐক্যের ভিত্তিতেই কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তবে রিফর্ম সবসময় হয় না। জাতীয় নির্বাচন ও গণভোট একই সঙ্গে হতে পারে না,” তিনি মন্তব্য করেন।

জামায়াত নেতা বলেন, “আমরা আগেই বলেছি, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। যেসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। গণভোটও চাই জাতীয় নির্বাচনের আগে, এবং গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত—এ ব্যাপারে নিশ্চয়তা চাই।”

তিনি আরও অভিযোগ করেন, ফেব্রুয়ারির নির্বাচনের আগে কিছু রাজনৈতিক দল ও মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে এবং উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। তাঁর দাবি, “নির্বাচন বানচাল নিয়ে ফেসবুকে আমাদের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এ টি এম মাছুম এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *