ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগে স্নাতক (অনার্স) পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন ছাত্রদল (Chhatra Dal) নেতা মো. সাব্বির হাসান। তিনি সিজিপিএ ৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম স্থান অধিকার করে হয়েছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০–২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সাব্বির প্রথম সেমিস্টারে জিপিএ ৩.৮৩, চতুর্থ সেমিস্টারে ৪.০০ এবং সপ্তম সেমিস্টারে ৩.৮৮ অর্জন করেন। এই ধারাবাহিক ফলাফলের ভিত্তিতেই তার চূড়ান্ত সিজিপিএ দাঁড়ায় ৩.৮৩, যা তাকে বিভাগে শীর্ষস্থান অর্জনে সহায়তা করে।
শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন সাব্বির। তিনি মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সম্প্রতি অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে সাব্বির বলেন, “আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। শিক্ষা ও মানবসেবার পথে নিজেকে আরও এগিয়ে নিতে চাই। দেশের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য, ইনশাআল্লাহ।”
বিশ্ববিদ্যালয়ের একজন সংগঠক ও শিক্ষার্থী হিসেবে একযোগে সফলতা অর্জনের বিষয়টি অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। শিক্ষার্থীদের মধ্যে এই অর্জন ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।


