শুধুমাত্র “বৈধ নিরাপত্তা” পাসধারী সাংবাদিকদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন সোমবার

আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার (Interim Government)। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবারের এই সংবাদ সম্মেলন কেবল বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বীকৃত সাংবাদিকদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলনে নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *