নির্বাচন কমিশনের ধীরগতিতে অসন্তোষ, তবে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনের প্রস্তুতিতে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party–NCP) নির্বাচনী প্রতীক নির্ধারণ ও নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে। তবে দলীয় স্বার্থ বিবেচনায় ইসির প্রস্তাবিত প্রতীক ‘শাপলা কলি’ গ্রহণ করে দ্রুত নির্বাচনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা।

রোববার (২ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশন প্রতীক নির্ধারণে স্বেচ্ছাচারী আচরণ করছে। অনেক আগে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সমাধান দেয়নি। কমিশনের কার্যক্রম এত ধীর যে, এটিকে আর নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন বলা যায় না—বরং বলা যায় ‘ইঞ্জিনিয়ারিং কমিশন।’”

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইসি প্রথমে বেশ কিছু “অজাতীয় প্রতীক”—যেমন বেগুন, খাট—বাদ দিলেও পরবর্তীতে ‘শাপলা কলি’ প্রতীকটি অন্তর্ভুক্ত করেছে। “ইসি এক ধাপ এগিয়ে ‘শাপলা’র সঙ্গে ‘কলি’ যুক্ত করেছে, যা আমরা ইতিবাচকভাবে দেখছি,” বলেন তিনি।

এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

এনসিপি নেতারা জানিয়েছেন, দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। নাসীরুদ্দীন বলেন, “ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”

বিএনপির সঙ্গে সম্ভাব্য জোটের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন, “এনসিপি আপাতত কোনো জোটে যাচ্ছে না। তবে ভবিষ্যতে যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি পরিহার করে এবং সংস্কারের পক্ষে থাকে, আমরা বিষয়টি বিবেচনা করব। একইভাবে জামায়াতে ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ ও বিভাজনের রাজনীতি থেকে সরে এলে তা নিয়েও ভাবা যেতে পারে।”

রাজনৈতিক পরিস্থিতি ও ইসির ভূমিকা নিয়ে সমালোচনা

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, “মাঠ পর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, আর ইসি তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে।”

নাসীরুদ্দীন আরও অভিযোগ করেন, আইন মন্ত্রণালয় ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে “গোপন প্রেমের কারখানা” তৈরি হয়েছে, যা গণতন্ত্রের যাত্রা ব্যাহত করছে।

অন্য দলের জোটসঙ্গীরা হামলার শিকার হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

গণভোট ইস্যুতে বিএনপি-জামায়াতকে সতর্কবার্তা

গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতকে মুখোমুখি অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এতে নির্বাচন পেছানোর আশঙ্কা তৈরি হতে পারে। গণভোট নির্বাচনের দিন হোক বা আগে, ফলাফল একই থাকবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *