মনোনয়ন বঞ্চিত স্বামীর জন্য স্ত্রীর কান্না ছুঁয়ে গেলো বিক্ষোভে নামা সমর্থদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি (BNP)-র ঘোষিত প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নাম না থাকায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী। একইসঙ্গে হাজারো সমর্থকের অংশগ্রহণে পৌর শহরে বিক্ষোভ মিছিল হয়েছে, যেখানে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার পর থেকে গৌরীপুর পৌর শহরের বিভিন্ন সড়কে আহমেদ হিরণের সমর্থকেরা মিছিল শুরু করেন। বিএনপি নেতার স্ত্রী সায়েদা মাশরুর উপস্থিত থেকে স্বামীর প্রতি ‘অন্যায়’ মনোনয়ন বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তার কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার স্বামীর মতো নির্যাতিত নেতা আর কেউ নাই। আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তার নামে রয়েছে শতাধিক মামলা। এমনকি আমার ভাই এখনো জেলে। এই অবস্থার পরও কেন তাকে মনোনয়ন দেওয়া হলো না, তা বুঝতে পারছি না।”

তাঁর আবেগঘন বক্তব্যে现场 থাকা বহু সমর্থকও কান্নায় ভেঙে পড়েন। মিছিল চলাকালে বারবার “মনোনয়ন পরিবর্তন চাই” স্লোগান শোনা যায়।

বিক্ষোভ শেষে আয়োজক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হিরণকে মনোনয়ন না দিলে গৌরীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

জানা গেছে, আহমেদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। অথচ এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন (Engineer Iqbal Hossain)-কে।

বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন নিয়ে একাধিক স্থানে এমন অসন্তোষ প্রকাশ পাচ্ছে, যা নির্বাচনকে ঘিরে দলটির অভ্যন্তরীণ টানাপোড়েনের ইঙ্গিত দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *