তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam) এক বিস্ফোরক মন্তব্যে জানিয়েছেন, আগামী সপ্তাহেই জাতি দেখতে পাবে শেখ হাসিনা (Sheikh Hasina)–কে কেন্দ্র করে চলমান বিচারের রায়। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে “জুলাই শহীদ” পরিবারের সঙ্গে এক সাক্ষাতে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেখতে পারবে জাতি। এতে করে জুলাই শহীদদের পরিবারের দীর্ঘদিনের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে।”
উল্লেখ্য, বর্তমানে একটি বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে। মাহফুজ আলম জানান, “শুধু শেখ হাসিনা নন, যারা ছাত্র জনতা হত্যার সঙ্গে জড়িত ছিলেন, গুমে সহযোগিতা করেছিলেন—সবার বিচার হবে। এমনকি পরবর্তী সরকারও এই বিচার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।”
জুলাই সনদে ঐক্য, নতুন প্রত্যাশার ইঙ্গিত
সাক্ষাৎকালে উপদেষ্টা আরও বলেন, “সংস্কার কাজে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে। বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক ঐক্য বিরল, আর এটিই আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। এখন দলগুলো বসে একটি সম্মিলিত দলিলে উপনীত হয়েছে—এটা প্রমাণ করে, বাংলাদেশ একটি নতুন পর্যায়ে পা রাখছে।”
তিনি জোর দিয়ে বলেন, “জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের ভিত্তিতে যেই নতুন সরকার গঠিত হবে, যদি তারা সেই রূপরেখা মেনে চলে, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে পারব। একটি দেশ যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন নিশ্চিত হবে, সুবিচার প্রতিষ্ঠিত হবে, আর গুম-খুনের সংস্কৃতি চিরতরে বিলুপ্ত হবে।”
রাজনৈতিক উত্তেজনা ও জনমনোভাব
উপদেষ্টার এমন মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে। “ফ্যাসিস্ট” শব্দটি ব্যবহার করে তিনি যে সরাসরি ভাষায় শেখ হাসিনার সমালোচনা করেছেন, তা দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। বিশেষ করে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তার এমন বক্তব্য শাসক দল ও বিরোধী পক্ষ—উভয়ের নজর কাড়বে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।


