এনসিপি বিএনপির জোটে আসলে যে ১০ আসন নিয়ে চলছে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৌশলগত অবস্থান পরিষ্কার করছে বিএনপি (BNP)। দলটি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে এই তালিকায় যুগপৎ আন্দোলনের দীর্ঘদিনের মিত্রদের অনুপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন জোট-সমীকরণের আভাস তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, বাকি ৬৩টি আসন শরিক ও মিত্রদের জন্য সংরক্ষিত।

এই প্রেক্ষাপটে বিএনপি নেতৃত্বাধীন জোটে নতুন সংযোজন হতে পারে এনসিপি (NCP)। জোটে যোগদানের শর্ত হিসেবে এনসিপির জন্য প্রায় ১০টি আসন ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। এনসিপি সূত্র জানিয়েছে, দলের কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সম্ভাব্য আসনভিত্তিক প্রস্তুতি নিচ্ছেন।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঢাকা-১১ আসন থেকে, সদস্যসচিব আখতার হোসেনকে রংপুর-৪ থেকে, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা-৪ আসনে মনোনয়ন দেওয়া হতে পারে।

এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), তাসনিম জারা (ঢাকা-৯), সারোয়ার তুষার (নরসিংদী-২), হান্নান মাসউদ (নোয়াখালী-৬) এবং আদিবুল ইসলাম আদীব (ঢাকা-১৪) আসনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনায় রয়েছেন। এনসিপির এই আসন কাঠামো ইতোমধ্যেই বিএনপির শীর্ষপর্যায়ের সঙ্গে আলোচনায় এসেছে বলে জানা গেছে।

তবে সূত্রগুলো জানিয়েছে, এনসিপির দুইজন ছাত্র উপদেষ্টা যদি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন, তাহলে অতিরিক্ত আরও দুটি আসনে ছাড় দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এনসিপির জন্য আসন ছাড়ের সংখ্যা ১২ পর্যন্ত গড়াতে পারে।

বিএনপি ও এনসিপির মধ্যে আসন ভাগাভাগির এই আলোচনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *