আমজনতার দল (Aam Janatar Dal)-এর সদস্য সচিব মো. তারেক রহমান (Md. Tareq Rahman)-এর অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিএনপি (BNP)। নির্বাচন কমিশনের সামনে ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অনশনের পেছনে রাজনৈতিক দল নিবন্ধন না পাওয়া ঘিরে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে, আর সেই ক্ষোভেই এবার পাশে দাঁড়াল দেশের অন্যতম প্রধান বিরোধী দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থানরত তারেক রহমানের পাশে উপস্থিত হন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকেরটা কেন দেওয়া হলো না, বুঝতে পারলাম না।”
রিজভী প্রশ্ন তোলেন, “তারেক এ দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। সে তো গোপনে দল গঠন করেনি। বৈধ রাজনৈতিক দল গঠনের জন্য, আইনের পথে হেঁটেছে। তার উদ্দেশ্য যদি অসৎ হতো, তবে সে গোপন দল করেও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হতে পারত। কিন্তু তা করেনি। তাই এই নিবন্ধনের অধিকার তার রয়েছে।”
তিনি আরও বলেন, “এই ন্যায়সংগত কারণে বিএনপির পক্ষ থেকে আমরা এই অনশন কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি।”
এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন আমজনতার দলের নেতা তারেক রহমান। নির্বাচন কমিশন যখন তিনটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি-কে নিবন্ধন দেয়, তখন বাদ পড়ে আমজনতার দল। এ সিদ্ধান্তের পরেই তারেক এই অনশন শুরু করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই প্রকাশ্য সংহতি আমজনতার দলকে রাজনীতিতে একটি নতুন মাত্রা দিতে পারে। একই সঙ্গে এটি নিবন্ধন বঞ্চিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলনও বটে।


