“১০ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি, তাহলে আমি রাজনীতি করব না”—এমন চ্যালেঞ্জিং ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party – NCP)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার দল আগামী এক দশকের মধ্যেই দেশের রাজনৈতিক ব্যবস্থায় শক্ত অবস্থান নিতে চায় এবং সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, “আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব।”
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বদের মধ্যে অন্যতম নাহিদ জানান, এনসিপির জন্মই হয়েছে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ভাবনার ফলস্বরূপ। তিনি বলেন, “রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। এখন তো অনেক মানুষের জীবন এই আন্দোলনের সঙ্গে জড়িত। কাজেই এখানে নেমেছি অনেক গভীর চিন্তাভাবনা করেই।”
তবে এই দীর্ঘমেয়াদি চিন্তারও একটি সময়সীমা নির্ধারণ করেছেন তিনি। সরাসরি বলেন, “১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করব না। এই ১০ বছরের টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। জনগণকে ক্ষমতায়িত করতে চাই।”
নাহিদের এই বক্তব্যে তার আত্মবিশ্বাস ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি স্পষ্ট। বিশ্লেষকদের মতে, এনসিপি যেভাবে দ্রুত রাজনৈতিক স্পেস তৈরি করেছে এবং তরুণদের নিয়ে ভবিষ্যতের সরকার গঠনের স্বপ্ন দেখছে, তাতে করে এই দশকের মধ্যেই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে।


