সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী, এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী (Abul Hassan Mahmood Ali) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং মৃত্যুর আগের ১৩ দিন বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতেই তার জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির নিজ বাসার সামনে এবং এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৪৩ সালের ২ জুন দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন মাহমুদ আলী। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দেন। তিনি ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত অর্থনীতির প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিস (পিএফএস)-এ যোগ দিয়ে কূটনৈতিক জীবনে প্রবেশ করেন। ১৯৬৮ সালে নিউইয়র্কে পাকিস্তানের ভাইস-কনসাল হিসেবে নিযুক্ত হন। তবে নিউইয়র্কে অবস্থানকালেই তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সক্রিয় হন এবং প্রবাসী বাঙালি সম্প্রদায়কে মুক্তিযুদ্ধে সংগঠিত করার কাজে জড়িত হন।
১৯৭১ সালের এপ্রিল মাসে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। ওই বছরের মে মাসে মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মাহমুদ আলী ছিলেন একাধারে রাজনীতিবিদ, কূটনীতিক ও রাষ্ট্রনায়ক। তিনি আওয়ামী লীগ (Awami League) সরকারের সর্বশেষ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার আগে ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সর্বশেষ তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং নতুন সরকার গঠনের আগ পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে ঐ বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হলে, তিনি সংসদ সদস্য পদ হারান।


