প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) তাঁর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড।
জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি ঘিরে এমন একটি গুরুত্বপূর্ণ ভাষণের আগে দেশবাসীর দৃষ্টি এখন প্রধান উপদেষ্টার বক্তব্যের দিকে। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামীর নির্বাচনসংক্রান্ত নানা বিষয় তাঁর ভাষণে উঠে আসবে।


